প্রিয়ার চাহনি

প্রিয়ার চাহনি (মে ২০১২)

আসাদুল হক
  • ২৮
  • ৫২
দৈবাৎ শুনি, অশনি ধ্বনি
চঞ্চল চারিণী, মন্দাকিনী গামিনী
শাসনের বাঁধনি করিল অন্তঃপুরবাসিনী।
কি জানি কি শোনাশুনি, জানাজানি
বজ্র কাঁপুনি চারদিকখানি
দু'কুলে পানি উজাড়ে তটিনী
ভু-ভু গুনগুনানী, অলক্ষুণে কাহিনী
কি দ্বন্দ্ব, কি হানাহানি!
মুক্ত বিহঙ্গিনী, অবাধ সন্তরণী
লভি গ্লানি, বিমর্ষ মানী
আজি বন্দিনী।
কাটেনি দিবস যামিনী
সঙ্গিনী হীনি, একাকিনী।
অনুরাগ যতনী, অমূলক ভাবনি
করে কলঙ্কিনী।
অভাগিনী, চাঁদ-চাঁদনী হেরেনী
বন্ধ লেনি-দেনী
নীরব বনবনানী, স্তব্ধচারিণী হরিণী
নেই বাতায়নী শনশনি, পাতার ঝনঝনি
প্রণয়িনী মলিনী।
প্রসবিনী জননী, আরো কত আত্নীয় যোজনী
সবাই উল্লাসিনী, তোলে উলুধ্বনি
করিতে ঘরণী পেয়ে হাতছানি।
প্রেম মন্দিরে ভজনী রাজা রাণী
সেবিত, পূজারী-পূজারিণী।
করাল গ্রাসিনী, দেবতা বনি
আঘাত হানি ভাঙ্গিল মন্দিরখানি।
যারা বোঝেনি প্রেম পুষ্পবৎ, সাজায় ধরণী
ওরা হীনমনি, জটিল প্রাণী
হাস্য বদনী করে সন্তর্পণই।
বৈরী সমীরণী আর সময় স্রোতস্বিনী
প্রেম বিহারিণী দু'জনি, ধরিল লাগাম টানি।
ডুবু ডুবু তরীখানি ,বহে হাওয়া ঘূর্ণী
প্রণয় পীড়নি, ঝর ঝরে কলেবরখানি
হতে নির্বাসনী, অস্থিসার চর্মচাউনি
নির্ঝরে ঝরে আঁখি পানি।
বারে বারে ফিরে পিছনি
বুকের যাতনি, কাঁপে ছাতনী।
নির্মম পাষাণী, যমেরও অধম জানি
পাথর নয়নী দেখে মোর গমনী।
চরণ রাজেনী, যারে দর্শীনি
তার বিহনী, চলি কেমনি!
খুঁজি বাহনি, হতে ঋণী
যেত যদি গোপনী, কহিত কানে এই বাণী,
"গেলো-গো পূজারী, তোমারে ছাড়ি, ওগো পূজারিনী"
ক্ষণের এমনি ক্ষণি, এলো পাগলিনী মোর প্রণয়ীনি
কারাগার চুর্ণি-বিচুর্ণী, দুর্বার গতিনী
এই অসারের সামনি।
শেষবারে ফিরি পিছনী, কি সকরুণী !
প্রিয়ার চাহনি।
কথা কহিতে নিদারুণ বারণী
শত সাধ আটকানি, দুরান্তে নেয় টানি
আঁধার যতক্ষণ আসেনি
যেতে যেতে দেখেছি প্রিয়ার চাহনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গাজী হানিফ বাহ কঠিন কবিতা লিখেছেন
সূর্য সঙ্গিনী হীনি এই হীনি শব্দটা আগে পড়েছি বলে মনে হচ্ছে না, লেনি দেনী টা লেন দেন বুঝা যায়। কবিতায় অন্তমিল আর মাত্রা ঠিক রাখতে অনেক সময়ই কবিরা শব্দের রূপ পাল্টে দেন তবে এক কবিতায় এতটা দেখিনি আগে। অন্যরকম একটা আবেশ তৈরি করে কবিতাটা। সুন্দর
মাহবুব খান অন্যরকম ভালো / ৫ দিলাম
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...............এতবড় একটা কবিতার বাঁধন অটুট রেখে প্রতিটা বাক্যের শেষে নি(নী) কঠিন কিন্তু সার্থক প্রচেষ্টা। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
মামুন ম. আজিজ নী -এর ছড়াছড়ি বেশ লেঘেছে বেশ
আহমেদ সাবের আমাদের যেখানে কবিতার অন্ত্যমিল নিয়ে নাকানী চুবানি খেতে হয়, আপনি সব লাইনগুলো একই অন্ত্যমিলে শেষ করে দিলেন। অভিভূত না হয়ে পারছি না।
নজরুল ইসলাম িকছু িকছু শ েব্দ ী- ি এর অ েহতু ব্যবহার ক িবতাখািনর কািব্যক সৌন্দর্য ব্যাহত করেেছ। তা ছাড়া েবশ হ েয়েেছ। ক িব েক ধন্যবাদ।
রোদেলা শিশির (লাইজু মনি ) ইনী ...প্রত্যয় যোগে ... গঠিত কবিতাখানী ... খুব ...খুব...সুন্দর । শুভ কামনা ...ও অভিনন্দন ...।
রোদের ছায়া এত ই- কার , ঈ -কার সম্বলিত কবিতা আমি আগে দেখিনি .......বেশ অন্য রকম লাগলো ....ভোট করলাম

২১ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪